|
প্রিন্টের সময়কালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ

নববর্ষে চারুকলার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়ানো: শাহবাগ থানায় মামলা


নববর্ষে চারুকলার ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়ানো: শাহবাগ থানায় মামলা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নির্মিত ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ নামের শিল্পকর্মে আগুন লাগানোর ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে।”
 

এর আগে চারুকলা অনুষদের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
 

ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরে এক যুবক, যিনি কালো টি-শার্ট পরা ছিলেন, এসে মোটিফটিতে আগুন ধরিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।
 

এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মো. নজরুল ইসলাম। তিনি জানান, “ভোর ৫টার কিছু আগে ঘটনাটি ঘটে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমরা মনে করছি। ডিটেনশন টিম তদন্তে কাজ করছে।”
 

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ পোড়াতে গিয়েই পাশের শান্তির প্রতীক পায়রাটিও আগুনে পুড়ে যায়। যারা ফ্যাসিবাদবিরোধী বার্তা পছন্দ করে না, তদন্তে তাদের দিকেই সন্দেহ যাচ্ছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫