ভাঙছে সেন্টমার্টিন, ডুবছে ঘরবাড়ি—জোয়ারে বিপর্যস্ত দ্বীপবাসী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে। এর প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপে প্রবল জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। এতে দ্বীপের দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং বেশ কিছু ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা।
দ্বীপের বাসিন্দারা জানায়, জোয়ারের পানিতে মাঝেরপাড়া, পশ্চিমপাড়া, গোলাপাড়া ও পূর্বপাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। বহু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, ঘরবাড়ি হারিয়ে দিশেহারা তারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছে, কারণ তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, “সাগর উত্তাল থাকায় নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তা চালু করা হবে। ইতোমধ্যে মেরিন ড্রাইভ সড়কের কিছু অংশও ভেঙে গেছে এবং মেরামতের কাজ চলছে।”
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “জোয়ারের উচ্চতায় দ্বীপের প্রায় ২০০টি ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ১০টিরও বেশি ঘর সম্পূর্ণ ধসে পড়েছে। কিছু গাছপালাও উপড়ে গেছে। বিকেল থেকে পানি নামতে শুরু করলেও ভাঙন রোধে জরুরি বাঁধ নির্মাণ না হলে পুরো দ্বীপ সাগরে বিলীন হয়ে যেতে পারে।”
দ্বীপবাসী মোহাম্মদ জয়নাল জানান, “জোয়ারে কয়েকশ ঘর প্লাবিত হয়েছে। মানুষ খুবই কষ্টে আছে। বাজারে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট তৈরি হয়েছে।” মাঝেরপাড়ার বাসিন্দা নুর আলম বলেন, “আমার ঘরে পানি ঢুকেছে, চারপাশ ভেঙে গেছে। দ্বীপের বিভিন্ন স্থানে বালিয়াড়ি ধসে পড়েছে, সীমানা নির্ধারণের প্রাচীর ভেঙে গেছে।”
এদিকে, টেকনাফ-সেন্টমার্টিন রুটের সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, “বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে তিন দিন ধরে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে মালামাল পরিবহন বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট প্রকট হয়েছে।”
এছাড়া, টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের অন্তত দুই কিলোমিটার এলাকাজুড়ে জোয়ারের ঢেউয়ের আঘাতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত দশটি স্থানে ভাঙনের খবর মিলেছে।
স্থানীয়দের অভিযোগ, ট্যুরিজম পার্ক গড়ে ওঠায় জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালীরা অবৈধভাবে সাগর থেকে বালু তুলে জমি ভরাট করছেন। এতে সড়কের ভিত্তি দুর্বল হয়ে বারবার ভাঙনের মুখে পড়ছে মেরিন ড্রাইভ।
সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ সেলিম বলেন, “স্থানীয়দের কাছ থেকে ভাঙনের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধির কারণে এ ভাঙন হয়েছে।”
দ্বীপবাসী এখন প্রয়োজনীয় সহায়তা ও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা চায়, যাতে প্রাকৃতিক দুর্যোগের সামনে তাদের অস্তিত্ব হুমকির মুখে না পড়ে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫