|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:০৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ মার্চ ২০২৩ ০৩:১০ অপরাহ্ণ

যৌনকর্মী বলে অসম্মান, মাধুরীকে নেটফ্লিক্সকে আইনি নোটিশ


যৌনকর্মী বলে অসম্মান,  মাধুরীকে নেটফ্লিক্সকে আইনি নোটিশ


ইনি নোটিশ পেল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ওয়েব সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিয়োরির’ নতুন সিজনের একটি এপিসোডে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলায় নেটফ্লিক্সে বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাল লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। সম্প্রতি নেটফ্লিক্সের মুম্বাই অফিসে এ নোটিশ পাঠানো হয়।

মিঠুন বিজয় কুমারের অভিযোগ, বিগ ব্যাং থিয়োরির একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘যৌনকর্মী’ বলে সম্বোধন করা হয়। এই ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিও বটে।

নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে মিঠুন বিজয় আরও জানান, এই এপিসোড সরানো না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এই ধরনের উক্তি সামাজিক অবক্ষয়কেও বাড়ি তোলে। তাই দ্রুত এই ধরনের সংলাপ বাতিল করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যমকে মিঠুন বিজয় কুমার জানিয়েছেন, কোনও মহিলার নাম করে এই ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনও মহিলার নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হত। শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য এধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়।’ 

মিঠুন আরও জানিয়েছেন, ‘নেটফ্লিক্স যদি উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে আরও কড়া হতে হবে।’ সূত্র: কৈ মৈ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫