|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৩ ০৬:৫৫ অপরাহ্ণ

লিখিত পরীক্ষার ফল প্রকাশ তথ্য অধিদপ্তরের দশম গ্রেডের


লিখিত পরীক্ষার ফল প্রকাশ তথ্য অধিদপ্তরের দশম গ্রেডের


থ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরের ‘সহকারী তথ্য অফিসার’ (গ্রেড-১০) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৯৮ জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য অধিদপ্তরের ‘সহকারী তথ্য অফিসার’ (গ্রেড-১০) পদে নিয়োগের জন্য গত ২০ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯৮ জন উত্তীর্ণ হয়েছেন।


২০২১ সালের ২৩ ডিসেম্বর পিএসসি কর্তৃক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এরপর বিজ্ঞাপনের নির্দেশাবলির ৯-এ উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ (প্রযোজ্য ক্ষেত্রে) ১৩ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরিচালক [ইউনিট-২], বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর ডাকযোগে কিংবা হাতে হাতে জমা দিতে হবে।

প্রয়োজনীয় যেসব কাগজপত্র জমা দিতে হবে—সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি; বয়স প্রমাণের জন্য শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত এসএসসি/সমমানের মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি; বিদেশ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি/শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি [প্রযোজ্য ক্ষেত্রে]; অভিজ্ঞতার সনদের কপি [প্রযোজ্য ক্ষেত্রে]; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বশেষ সার্কুলার অনুযায়ী মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণক/ডকুমেন্টস [প্রযোজ্য ক্ষেত্রে]; লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপি; প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ/পরিচয়পত্রের সত্যায়িত কপি [প্রযোজ্য ক্ষেত্রে]; তিন কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি; নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি; সরকারি অথবা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি থেকে ইস্তফাদানকারী অথবা অপসারিত ব্যক্তিদের ক্ষেত্রে ইস্তফাপত্র গ্রহণ অথবা অপসারণ আদেশের সত্যায়িত ফটোকপি; সরকারি/আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপ

ক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্রের সত্যায়িত কপি; প্রার্থী কর্তৃক আবেদনপত্রে উল্লেখিত স্থায়ী ঠিকানা পরবর্তীকালে পরিবর্তিত হলে কিংবা নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর ঠিকানা ব্যবহার করা হলে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে সাবেক ও বর্তমান সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর/পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র।


কোনো প্রার্থী ১৩ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে (সাপ্তাহিক ছুটির দিন ছাড়া) মূল আবেদনপত্র বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিকেন্টস কপি) ডাকযোগে কিংবা হাতে হাতে জমা দিতে ব্যর্থ হলে তাঁর প্রার্থিতা বাতিল হবে। পরবর্তীকালে কোনো প্রার্থীর সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোনো শর্তের গুরুতর ঘাটতি দেখা গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে বা যেকোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময়সূচি পরবর্তীকালে কর্ম কমিশনের ওয়েবসাইটসহ জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫