সময় টিভির সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
সময় টেলিভিশনের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সম্পন্ন হয়েছে। তাকে শেষ বিদায় জানানো হয় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর কেন্দ্রীয় কবরস্থানে। এর আগে কোরআন ও নামাজের জানাযা অনুষ্ঠানে তার পরিবার, আত্মীয়-স্বজন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মাজহারুল ইসলাম সজল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার মগবাজারে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ২০২৩ সালে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে কর্মস্থলে অসুস্থ বোধ করলে তিনি নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এর পর অফিসে ফিরে দুপুরের খাবার খান এবং মগবাজারের বাসায় ফিরে যান। চারতলার ফ্ল্যাটের গেট খোলা থাকলেও ভেতরে প্রবেশ করতে না পারায় প্রতিবেশীরা তাকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রয়োগ করলেও সজল আর ফিরে আসেননি। হাসপাতালের চিকিৎসকরা জানান, তিনি হাসপাতালে নেওয়ার আগেই হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করা সজল ২০১৩ সাল থেকে সময় টেলিভিশনের প্রযোজনা বিভাগে কাজ করছিলেন। তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন এবং রহনপুরে প্রথমে সাপ্তাহিক গৌড় সংবাদে উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কিছু প্রামাণ্যচিত্র নির্মাণের কাজও করেন। পরে সময় টেলিভিশনে যুক্ত হন এবং কিছু সময় জেলা রিপোর্টার হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও কর্মরত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, বাবা-মা, বহু আত্মীয়স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার স্ত্রী টাঙ্গাইলে একটি কলেজে শিক্ষকতা করেন। ঢাকায় সজল একাই বসবাস করতেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫