|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ অক্টোবর ২০২৩ ০৬:০০ অপরাহ্ণ

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা


বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে একসঙ্গে অর্জুন-মালাইকা


ত কয়েক মাস ধরে বলিউডের তারকা জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরার সম্পর্ক নিয়ে চলছে নানা চর্চা। মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। তবে বিচ্ছেদের সব গুঞ্জন উড়িয়ে দিব্যি একসঙ্গে ঘুরছেন অর্জুন-মালাইকা। এরই মধ্যে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে গিয়েছিলেন অর্জুন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, প্রেম ভাঙার গুঞ্জনের মাঝেই একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা জুটি। রোববার রাতে মুম্বাইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা ও অর্জুন। 

নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা। অনুষ্ঠান থেকে বেরোনোর সময় যদিও জার্সি বদলে নিজের একটি টিশার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন। এসময় ফটোসাংবাদিকদের কাছে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। 


তবে এক ফ্রেমে ধরা দিলেও আদৌ তাদের সম্পর্ক আছে কিনা তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা। অর্জুন-মালাইকার পাঁচ বছরের প্রেম দুজনের। সম্প্রতি গুঞ্জন উঠেছিল সেই সম্পর্ক নাকি ভাঙনের মুখে। এদিকে নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন-এর পরিবারের অনেককেই নাকি আনফলো করেছেন মালাইকা। 

সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহ ২০১৯ সালে শেষের দিকে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন। বহু আগে থেকেই শোনা যাচ্ছিল, মালাইকাকে নাকি কোনওদিনই পছন্দ করত না কাপুর পরিবার। ডিভোর্সি, ছেলের থেকে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনি কাপুর। 

তবুও বাড়ির ছেলের মুখ চেয়েই তারা কিছুটা নমনীয় হয়েছিলেন। আবার জোর গুঞ্জন উঠেছে অর্জুন কাপুর নাকি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫