|
প্রিন্টের সময়কালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২ অপরাহ্ণ

আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার হার


আশালঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার হার


স্পোর্টস ডেস্ক:-

 

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা সফরের ওই দলটিকেই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মিশনে নামাবে অজিরা। তবে প্রথম ওয়ানডে ম্যাচে তারা শ্রীলঙ্কার কাছে ৪৯ রানে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে।
 

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬ ওভারে ২১৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে অস্ট্রেলিয়া ৩৩.৫ ওভারে ১৬৫ রানে থেমে যায়।
 

শ্রীলঙ্কার অধিনায়ক আশালঙ্কা একাই দলের জয়ের পরিসর তৈরি করেন। ১৩৫ রানে ৮ উইকেট হারানোর পর তিনি টেলেন্ডার ইশান মালিঙ্কার সাথে ৭৯ রানের জুটি গড়েন। আশালঙ্কা তার অসাধারণ ব্যাটিংয়ে ১২৬ বলে ১২৭ রান করেন, যার মধ্যে ছিল ১৪টি চার এবং ৫টি ছক্কা।
 

শুরু থেকেই শ্রীলঙ্কা নিয়মিত উইকেট হারাতে থাকে। প্রথম উইকেট আসে ৪ রানে, এরপর চতুর্থ উইকেট পড়ে ৩১ রানে। পরবর্তীতে আশালঙ্কা এবং দুনিথ ওয়েল্লালাগের ৭৭ রানের একটি জুটি গড়ে। ওয়েল্লালাগে ৩৪ বলে ৩০ রান করেন, তবে বাকি সব দায়িত্ব নেন আশালঙ্কা।
 

অস্ট্রেলিয়া জবাব দিতে নেমে শূন্য রানে প্রথম ও ৭ রানে দ্বিতীয় উইকেট হারায়। ঠিক ৩১ রানে তাদের তৃতীয় উইকেট পড়ে। মাঝখানে অ্যালেক্স কেরি ও অ্যারন হার্ডি ৫২ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। কেরি ৩৮ বলে ৪১ রান করেন, আর হার্ডি ৩২ রান করেন। শেন অ্যাবট ও অ্যাডাম জাম্পা ২০ রান যোগ করে অস্ট্রেলিয়ার হার কমানোর চেষ্টা করেন।
 

শ্রীলঙ্কার পক্ষে অসাধারণ বোলিং করেছেন মহেশ থিকসানা, যিনি ৪০ রানে ৪ উইকেট নেন। আসিথা ফার্নান্দো এবং ওয়েল্লালাগে দুইটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন শেন অ্যাবট, এবং স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি, নাথান এলিস দুটি করে উইকেট নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫