|
প্রিন্টের সময়কালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৪ অপরাহ্ণ

তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায়


তাসকিন-রিয়াদের প্রশংসা, নাহিদ-জাকেরও আছেন স্যান্টনারের ভাবনায়


স্পোর্টস ডেস্ক:-

 

সম্প্রতি, নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি সিরিজ খেলেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট এবং ওয়ানডে দু'টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, এবং ঘরের মাঠেও তাদের বিরুদ্ধে রয়েছে জয়। এমনকি গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে। নিয়মিত প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ দলের প্রতি সমীহ রয়েছে কিউইদের।
 

রোববার, নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল স্যান্টনর সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি, তাই দু’দল সম্পর্কে যথেষ্ট জানা-বোঝা রয়েছে।’
 

এতে এমনকি বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার খোঁজও নিয়েছে কিউইরা। স্যান্টনার জাকের আলীকে নিয়ে কথা বলতেও ভুলেননি, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে আলোচনায় এসেছিলেন। তাসকিন আহমেদ এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহকেও প্রশংসা করেছেন স্যান্টনার।
 

তিনি বলেন, ‘বাংলাদেশ দল খুব ভালো। তাদের স্পিন বিভাগ আগেই শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের পেস আক্রমণও অনেক উন্নত। তাসকিন অনেক দিন ধরেই ভালো করছে, আর ফিজের (মোহাম্মদ শহীদ) সম্পর্কে আমরা জানি। এখন তাদের দলে রানার (নাহিদ রানা) মতো একজন পেসারও আছে।’
 

বাংলাদেশকে হালকাভাবে নেবার সুযোগ নেই, এমনটাই উল্লেখ করেন স্যান্টনার। তিনি বলেন, ‘তারা রিশাদ হোসেনের মতো একজন লেগ স্পিনার পেয়েছে, সাকিব না থাকলেও মেহেদীর মতো প্রতিভা রয়েছে। মাহমুদউল্লাহ ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারেন। জাকের আলীও দলে এসেছে। তাদের দল ভারসাম্যপূর্ণ এবং তারা যেকোনো সময় আপসেট ঘটাতে পারে। তবে আশা করছি, সেটা আমাদের বিপক্ষে হবে না।’
 

এছাড়া, রাওয়ালপিন্ডির উইকেট সম্পর্কে স্যান্টনার জানান, ‘এটি ফ্ল্যাট উইকেট হবে, যা বোলারদের জন্য চ্যালেঞ্জিং। ২০০ রানের উইকেট নয়, এখানে ৩০০ রানের অধিক স্কোর করতে হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫