|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ অক্টোবর ২০২৫ ০৩:০৮ অপরাহ্ণ

মিশন অস্ট্রেলিয়া চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে নারী‌ ফুটবল দলের ক্যাম্প পরিদর্শনে বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল


মিশন অস্ট্রেলিয়া চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে নারী‌ ফুটবল দলের ক্যাম্প পরিদর্শনে বাফুফের প্রেসিডেন্ট তাবিথ আউয়াল


বিশেষ ক্রীড়া প্রতিবেদন:-



আগামী বছরের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতেই এখন থেকে বেশ জোরেশোরে মাঠে নেমেছে গোলাম রব্বানী ছোটনের শির্ষ্যরা ....!


 



প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ঐতিহাসিক অভিযানের নাম দিয়েছে—‘মিশন অস্ট্রেলিয়া’। 

 


 

চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে অনুশীলন করছে নারী দল।গত বৃহস্পতিবার (২রা অক্টোবর)  ক্যাম্প পরিদর্শন করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
 

বর্তমানে সেই ক্যাম্পে ২৯ জন ফুটবলার অনুশীলন করছে। খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বৈঠক করেন তাবিথ আউয়াল। অনুশীলন, খাবারসহ সার্বিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। 


খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা দেশের মুখ উজ্জ্বল করার মিশনে নেমেছ। কঠোর পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে।’ এছাড়া আগামী অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের কথা উল্লেখ করে দলকে আরও অনুপ্রাণিত করেন তিনি।


চট্টগ্রাম সফরে বাফুফে সভাপতি ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুই পক্ষ যৌথ উদ্যোগে কোরিয়ান ইপিজেড প্রাঙ্গণে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে একটি গাছ রোপণ করে। 

 

এ সময় জাতীয় দলের হোম কিট জার্সি কিহাক সাং-এর হাতে তুলে দেন বাফুফে সভাপতি। নারী ফুটবলে প্রতিষ্ঠানের অব্যাহত সহায়তার স্বীকৃতিস্বরূপ সহ-সভাপতি ফাহাদ করিম প্রতিষ্ঠানটিকে একটি ক্রেস্ট প্রদান করেন।


এ সফরে আরও উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, মার্কেটিং কমিটির সদস্য নাফিদ নবি, ইয়ংওয়ান করপোরেশনের ম্যাটেরিয়ালস ডিভিশনের প্রেসিডেন্ট জে ইয়ং পার্ক, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহজাহান এবং ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস আল কাউসার।


তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এই সফরে উপস্থিত ছিলেন না।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫