|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৫ অপরাহ্ণ

কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


ঢাকা প্রেস নিউজ

 

কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (তারিখ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
 

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন—সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোরশেদ আলম মামুন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ রেজওয়ানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অমীয় কুমার মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম।
 

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নেন। তারা অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে অন্যদেরও লাভবান করার উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেন। এর মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেন।
 

এই ঘটনায় গত ২ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুদক আশঙ্কা প্রকাশ করে যে, আসামিরা দেশত্যাগ করলে মামলার তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই তাদের বিদেশ গমন নিষিদ্ধ করার জন্য আদালতে আবেদন করা হয়, যা গ্রহণ করে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫