চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর পক্ষে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড, চট্টগ্রাম:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী ও খুলশির আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সেলিম, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম, অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, অ্যাডভোকেট আইনুল কামাল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অমলেন্দু কনক, আসলাম উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মো. বখতিয়ার উদ্দিন, মো. শাহেদ, মো. ইসমাইল ও মো. কামরুল ইসলাম বাবলুসহ আরও অনেকে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীদের জানান, মোহাম্মদ আসলাম চৌধুরী সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসনের মাঠি ও মানুষের নেতা হিসেবে সুপরিচিত। পরিচ্ছন্ন, মানবিক ও জনবান্ধব নেতৃত্বের কারণে তিনি এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে এই আসনের জনগণ বিপুল ভোটে তাকে জয়যুক্ত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মধ্যে কোনো বিভেদ বা কোন্দল নেই। আসলাম চৌধুরীর নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫