|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৫ ০৫:৩১ অপরাহ্ণ

শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন


শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন


জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, খুব শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
 

রোববার (৫ অক্টোবর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানান তিনি।
 

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে জুলাই সনদের বিষয়বস্তু, এর বাস্তবায়ন প্রক্রিয়া এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিশনের পক্ষ থেকে এসব বিষয়ে ঐকমত্য কমিশনের অবস্থানও উপস্থাপন করা হয়।
 

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পেতে আগ্রহ প্রকাশ করেন।
 

বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য সহযোগিতা পেয়েছে। পাশাপাশি গণমাধ্যমের সমর্থন ছিল অনন্য।”
 

সুচিস্মিতা তিথি আরও জানান, প্রধান উপদেষ্টা কমিশনের সদস্যদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে কমিশনের কাজের চূড়ান্ত অগ্রগতি দ্রুত সময়ের মধ্যে তাকে জানাতে নির্দেশ দিয়েছেন।
 

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খানও বৈঠকে অংশ নেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫