|
প্রিন্টের সময়কালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০১:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ অক্টোবর ২০২৪ ০২:৩৬ অপরাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে এক যুবক নিহত, পাঁচ আহত


উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে এক যুবক নিহত, পাঁচ আহত


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
 

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় হাকিমপাড়া ১৪ এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহত আব্দুর রহমান (১৯) উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন নুর মোহাম্মদ (৩২), মোহাম্মদ জোবায়ের (৩৭), মো. শাফায়েত, নুর আলম এবং জামতলী ১৫ নম্বর ক্যাম্পের নেসার খাতুন (৫৫)।
 

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) আমির জাফর জানান, উভয় সন্ত্রাসী গোষ্ঠী প্রায় ২০-২৫ রাউন্ড গুলিবিনিময় করে। ঘটনাস্থলে পৌঁছানো এপিবিএন সদস্যরা সন্ত্রাসীদের পলাতক করতে দেখে। আহতদের উদ্ধার করে জামতলী এলাকার এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।
 

পুলিশের ধারণা, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় এই সংঘর্ষ ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫