কাতারের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
কাতারের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক

অনলাইন ডেস্ক:-

 

চারদিনের কাতার সফরের শেষ দিনে আজ বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকটি দোহার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় (সূত্র: বাসস)।
 

এর আগে বুধবার দোহায় অনুষ্ঠিত এক ফায়ারসাইড চ্যাটে অংশ নেন অধ্যাপক ইউনূস। "একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ" শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স ও জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী হানা এলশেহাবি। অনুষ্ঠানটি দোহার সামিট ভিলেজে অনুষ্ঠিত হয়।
 

সফরকালে কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস কাতারি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন। তিনি বলেন, এই অঞ্চলে সমরাস্ত্র যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
 

প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাবে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশে স্থাপিত শিল্প থেকে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যাবে।
 

কাতার প্রতি তিন বছর পরপর বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নিয়োগ করে থাকে। এই সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান অধ্যাপক ইউনূস। একইদিন কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানির সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।