পিকে হালদারের সহযোগী তাজবীর হাসান গ্রেপ্তার

অনলাইন ট্রাভেল এজেন্সি হালট্রিপ কেলেঙ্কারির অন্যতম মাস্টারমাইন্ড ও পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ তাজবীর হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার জানান, শনিবার দুপুর ১২টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাজবীর হাসানকে থানায় হস্তান্তর করে। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনি ধরা পড়েন। পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয় এবং সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী তাজবীর হাসান হালট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর তিনি গত ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেন।
২০১৯ সালে প্রতিষ্ঠিত হালট্রিপ ২০২০ সালের শুরুর দিকেই গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তাজবীর হাসান ২০২০ সালের জানুয়ারিতে দেশ ত্যাগ করেন এবং পরবর্তীতে তুরস্ক ও ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেন। এছাড়া তার মাল্টার রেসিডেনসি ও স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
তদন্ত সূত্রে জানা গেছে, হালট্রিপের চেয়ারম্যান পিকে হালদার জালিয়াতির মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ শেয়ার তার মালিকানাধীন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫