‘লকডাউন’ কর্মসূচি ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ সুপার জসিম উদ্দিন
জিহাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
আওয়ামী লীগের ঘোষিত ও নিষিদ্ধ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলার জনবহুল ও বাণিজ্যিক এলাকাগুলোতে ইতোমধ্যেই কড়া নজরদারি শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, যাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা, মিছিল বা জ্বালাও-পোড়াও ধরণের নাশকতামূলক কার্যক্রম ঘটাতে না পারে।
তিনি আরও বলেন, “জেলার সব থানাকে ইতোমধ্যেই কঠোর অবস্থান নিতে নির্দেশনা দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব স্থানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” সদর মডেল থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই দিনে আওয়ামী লীগের অন্তত ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলার অন্যান্য থানাতেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা—যেমন বাস ও লঞ্চ টার্মিনাল, সরকারি অফিস এবং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতে শহরের প্রবেশমুখে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “প্রতিটি থানায় প্রতিদিন অভিযান চলছে। বিশেষ করে রাতে আমাদের কার্যক্রম আরও তীব্র থাকে। নারায়ণগঞ্জ যেহেতু একটি বাণিজ্যিক শহর, তাই এখানে আমরা বিশেষ সতর্ক অবস্থানে আছি। শহরের সব গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক দলগুলোও আমাদের কাজে সহযোগিতা করছে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের দায়িত্ববোধ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি যাতে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। নারায়ণগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী একসাথে কাজ করছে। কেউ নাশকতা বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫