গঙ্গাচড়ায় হিন্দু পল্লিতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫ জন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হিন্দু পল্লিতে হামলা চালায়। তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানোর পাশাপাশি পুলিশের ওপরও হামলা করে।
এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তিনি অজ্ঞাতনামা এক হাজার থেকে বারোশত জনকে আসামি করে মামলা করেন। মামলা রুজু হয় দণ্ডবিধির ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩৭৯, ৩৮০, ৪২৭ ও ৩৪ ধারায়।
পরে যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনায় মামলা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত ও অভিযান এখনো চলমান।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫