|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৪ ১১:৫০ পূর্বাহ্ণ

শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিখোঁজ


শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই নিখোঁজ


ভুক্তভোগীর পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাগর মৃধা শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর এলাকার নুতন টরকী এলাকায় শ্বশুর জুয়েল বারির বাড়িতে বেড়াতে আসেন। শনিবার ৩টার দিকে সাগর মৃধা তার শ্বশুর বাড়ির পাশে পালরদ্দী নদীতে গোসল করতে যান। তিনি নদীতে নেমে একটি কলাগাছ নিয়ে একা সাঁতার কাটতে যান। এসময় কলা গাছ তার হাত থেকে ফসকে গেলে সাগর গভীর পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। কিন্তু তারা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

 

স্থানীয় সাবেক ইউপি সদস্য নান্নু ফকির বলেন, সাগর মৃধা সাঁতার না জেনে নদীতে গোসল করতে গিয়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। তার কোনো সন্ধান মেলেনি।উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জানান, আমরা কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিস টিম মিলে চেষ্টা করেও সাগরের সন্ধান পাইনি। তবে চেষ্টা অব্যাহত আছে।কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫