বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বাংলাদেশ পুলিশের দুটি থানার নাম পরিবর্তন করা হয়েছে। এ দুটি থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত।
মঙ্গলবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এই নাম পরিবর্তনের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। একইভাবে, সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু সেতুর নামও পরিবর্তন করে সরকার। আনুষ্ঠানিকভাবে সেতুর নাম রাখা হয় ‘যমুনা সেতু’।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫