|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫


ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫


কুমিল্লা প্রতিনিধি:-

 

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকদের অন্তত ২৫টি বাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

কীভাবে সংঘর্ষের সূত্রপাত....
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে ২০২০ সালে একটি ধর্ষণ মামলা হয়। ওই মামলার প্রসঙ্গ টেনে ১৩ মার্চ বিএনপি সমর্থিত হৃদয় নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দেন। এই পোস্টকে কেন্দ্র করে ১৬ মার্চ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং প্রথম দফায় মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি মীমাংসার জন্য সোমবার রাতে একটি বৈঠকের আয়োজন করা হয়, যেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ লোক উপস্থিত ছিলেন।

 

সংঘর্ষের বিবরণ....
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠকে সমঝোতার বদলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এতে জামায়াতের ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে, তিনজনকে ফেনী হাসপাতালে এবং চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অপরদিকে, বিএনপির ৭ থেকে ৮ জন কর্মী আহত হন।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা.....
সংঘর্ষের পর সেনাবাহিনীর টহল দল গিয়ে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত একজনকে চৌদ্দগ্রাম হাসপাতালে পাঠানো হয়, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

 

বিএনপি কর্মীদের অভিযোগ, সংঘর্ষ চলাকালে জামায়াতের কর্মীরা তাদের প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, "সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫