|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ: ছাত্রদলের প্রতিক্রিয়া


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ: ছাত্রদলের প্রতিক্রিয়া


ঢাকা প্রেস নিউজ

 

দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা প্রকাশ্যে এসেছে। এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
 

সোমবার গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নাছির উদ্দিন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাই। তবে একজন একজন করে নয়, সবার পরিচয় প্রকাশ করা উচিত।"
 

তিনি আরও উল্লেখ করেন যে, গোপন তৎপরতার মাধ্যমে জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। একজন ব্যক্তির একাধিক সংগঠনের সঙ্গে জড়িত থাকা প্রতারণামূলক এবং ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।
 

সবশেষে, নাছির উদ্দিন ছাত্রশিবিরকে গোপন তৎপরতা থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চা করার আহ্বান জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫