রাশেদ খান মেননকে গ্রেফতার

ঢাকা প্রেস নিউজ
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে আজ সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তার বনানীস্থ বাসা থেকে আটক করেছে। পার্টি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার হত্যা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা মামলায় রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে। যদিও ডিবি পুলিশ এখনো কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা নিশ্চিত করেনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫