পলাশবাড়ীতে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রতন (স্টাফ রিপোর্টার);-
ঢাকা প্রেসঃ
পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ই জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিন বারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ, পৌর মেয়র জননেতা গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, নবাগত ভাইস চেয়ারম্যান আবু ফরহাদ মন্ডল, দুই বারের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম ছাড়াও আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ফুল মালা ও উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নব নির্বাচিতদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তাদের এলাকার উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান।
নব নির্বাচিত চেয়ারম্যান তার ভাষণে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সকলের সমান উন্নয়ন নিশ্চিত করার জন্য কাজ করবেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের উপর জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে বলে মনে করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫