মালদ্বীপে আবারও বাংলাদেশি অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ:

ঢাকা প্রেসঃ
মালদ্বীপ সরকার অবৈধ নিয়োগের অভিযোগে বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমাথ রিফাথ জানিয়েছেন, কিছু কোম্পানি জাল কাগজপত্র দিয়ে শ্রমিক নিয়োগ করছিল, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত এক মাস আগে থেকেই এই নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা গেছে। মালদ্বীপে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসী সমস্যা বিদ্যমান। সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 'কুরাঙ্গি' নামে একটি বিশেষ অভিযানও শুরু করেছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে মালদ্বীপ আগেও একবার বাংলাদেশ থেকে অদক্ষ শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছিল। পরে ২০২৩ সালের ডিসেম্বরে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর প্রশাসন সেই নিষেধাজ্ঞা তুলে নেয়।
তবে, সাম্প্রতিক অবৈধ নিয়োগের অভিযোগে আবারও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫