লক্ষ্মীপুরে গৃহবধূ হত্যাকাণ্ড: স্বামী-ভাসুর গ্রেপ্তার

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ফাতেমা বেগম (২২)। এ ঘটনায় তার স্বামী রাজু (২৫) এবং ভাসুর বাবলু (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার ভোরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে ফাতেমার মরদেহ একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা যায়, ফাতেমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ফাতেমার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে রাজু এবং বাবলু যৌতুকের দাবিতে ফাতেমাকে নির্যাতন করে আসছিল। এমনকি কয়েক মাস আগে রাজু অন্যত্র বিয়ে করে। ফাতেমার বাবা জমি বিক্রি করে রাজুকে বিদেশ পাঠিয়েছিলেন। কিন্তু এক মাসের মধ্যেই রাজু দেশে ফিরে আবারও ফাতেমাকে নির্যাতন শুরু করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ জানান, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা খুঁটিয়ে দেখছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫