সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ে সংঘর্ষ: নিহত ১

ঢাকা প্রেস,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবারের এ সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে শাহজাহান (৩৫) নামে একজন সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার মালিবাগের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত শাহজাহান দুধঘাটা গ্রামের আল ইসলামের ছেলে।
শাহজাহানের মা রিনা বেগম জানান, পূর্বশত্রুতার জের ধরে ইমরান ও বিজয়সহ ছয়-সাতজন সন্ত্রাসী শাহজাহানের পথ আটকায় এবং তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানার ওসি আবদুল বারী জানান, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সুষ্ঠু তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫