|
প্রিন্টের সময়কালঃ ০৯ জানুয়ারি ২০২৬ ০২:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০১:৩৫ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ


ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে জামায়াতের বৈঠক আজ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতেই দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবে।
 

আজ বুধবার বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করবে।
 

প্রতিনিধি দলে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
 

বৈঠকে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬