|
প্রিন্টের সময়কালঃ ০২ এপ্রিল ২০২৫ ১২:১৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৪ ০১:২৯ অপরাহ্ণ

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার


ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। 

তিনি  ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে তিনি একই অনুষদ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করে বর্তমানে ফার্মেসি অনুষদের ডিন হিসেবে কর্মরত আছেন।

তিনি একজন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষাবিদ। তিনি ফার্মেসি শিক্ষার মান উন্নত করার জন্য কাজ করেছেন। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫