|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ মে ২০২৪ ০৭:০৯ অপরাহ্ণ

রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ বড়;পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ


রাজনীতিতে পরিত্যক্ত মানুষগুলোর আওয়াজ বড়;পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ


ঢাকা প্রেসঃ-
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতিতে কিছু পরিত্যক্ত ব্যক্তি আছেন যারা ঘুরে ঘুরে নতুন নতুন দল গঠন করেন,তাদের কথার মূল্য না থাকলেও, ব্যাঙের ডাকের মতো তাদের গলার আওয়াজ বড়,তিনি বিশেষ করে গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্নাকে উল্লেখ করে বলেছেন যে, তিনি সাতবার দল বদলেছেন,মন্ত্রী আরও বলেছেন, এদের সমাবেশে মানুষ থাকে ২০-৩০ জন, সাংবাদিক থাকে ৫০ জন,কিন্তু তাদের গলা অনেক বড়,টেলিভিশনেও দেখা যায় তাদের ভলিউম বেশি থাকে।

 

শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি:

  • পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং সমগ্র বিশ্ব আজকে তার প্রশংসা করছে।
  • জাতিসংঘের মহাসচিব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জার্মান চ্যান্সেলর, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টসহ সবাই বাংলাদেশের প্রশংসা করছে।
  • কিন্তু বিএনপিসহ তাদের মিত্ররা প্রশংসা করতে পারে না।

রেড ক্রিসেন্ট সম্পর্কে:

  • পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দেশ বিনির্মাণে, যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
  • ভবিষ্যতের পথচলায় দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যসেবা এবং মানবসেবা অনেক অবদান রাখবে।
  • তিনি স্কুলজীবনে নিজেও জুনিয়র রেড ক্রসের সদস্য ছিলেন বলে উল্লেখ করেছেন।

স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য চিকিৎসকদের আহ্বান:

  • দেশে স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার ক্ষেত্রে চিকিৎসকদের সবার আগে এগিয়ে আসা প্রয়োজন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
  • তিনি বলেছেন, অনেক সময় দেখা যায় যে সরকারি হাসপাতালে সরকার মেশিন কিনে দিয়েছে কিন্তু সেই মেশিনের বাক্স খোলা হয় না।
  • আবার মেশিন খোলা হয় ঠিকই, কদিন পর নষ্ট হয়ে যায়, মেরামতের আর উদ্যোগ নেওয়া হয় না, যাতে করে মানুষ প্রাইভেট ক্লিনিকে যেতে বাধ্য হয়।
  • মন্ত্রী আরও বলেছেন, যখন জনগণ সোচ্চার হবে তখন এগুলো করা আর সম্ভবপর হবে না।

সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫