আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) খোদা বখস চৌধুরীর পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা।
রোববার সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শহীদ পরিবার, আহত পরিবার ও ছাত্র জনতা’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। সচিবালয়ের পাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান কর্মসূচিকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন— “দফা এক, দাবি এক, আইন উপদেষ্টার পদত্যাগ”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” ইত্যাদি।
বক্তারা অভিযোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রতা চলছে। এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি; বরং মামলার আসামিদের জামিন দেওয়া হচ্ছে। এমনকি সম্প্রতি শহীদ পরিবারের সদস্যদের ওপর পুলিশ হামলা চালানো হলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি।
শহীদ ইমাম হোসেন তাইয়েবের ভাই রবিউল আওয়াল অভিযোগ করে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের হত্যার বিচার নিয়ে শুধু টালবাহানা চলছে।”
আহত শাহীন আহমেদ খান বলেন, “উপদেষ্টারা শহীদ পরিবারের কষ্ট ভুলে গেছেন। খুনের দায়ে অভিযুক্ত এক এসআইকে জামিন দেওয়া হয়েছে।”
অন্যদিকে আহত শেখ মুস্তাফিজের অভিযোগ, “১৯ আগস্ট সচিবালয়ের সামনে আমাদের ওপর পুলিশ হামলা চালানো হয়েছে, অথচ এ ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫