বৃষ্টি কবে কমবে জানালো আবহাওয়া অফিস

ঢাকা প্রেস-
আজ ঢাকাসহ সারাদেশে দিনব্যাপী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে (২২৩ মিলিমিটার)। ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। এই নিম্নচাপের প্রভাবেই দেশে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে।
সমুদ্র ও নদী বন্দরগুলোকে যথাক্রমে ৩ নম্বর ও ২ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫