|
প্রিন্টের সময়কালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

ভোলায় তারুণ্যের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 


ভোলায় তারুণ্যের মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত 


জহিরুল ইসলাম লিটন, বিশেষ প্রতিনিধি (ভোলা):-



এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই - স্লোগানকে সামনে রেখে ভোলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।


 



বুধবার সকালে ভোলা ব্যাংকের হাট চত্বর  থেকে শুরু হয়ে  ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পরে খেয়াঘাট ব্রীজ, সার্কেট হাউজ চত্বর ও কালীনাথ  রায়ের বাজার হয়ে ভোলা সরকারি স্কুলের মাঠে এসে ৮ কিলোমিটারের মিনি ম্যারাথন  শেষ হয়। 

 



জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসএর আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার  সার্বিক সহযোগিতায় মিনি  ম্যারথন দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের অর্ধশতাধিক  প্রতিযোগী অংশ গ্রহন করেন।  

 



ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে  বিভিন্ন  এলাকার  স্থানীয় লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে যান এবং দৌড় প্রতিযোগিতাটি উপভোগ করেন। প্রতিযোগিতার শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

 



খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।  

 



নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যই মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ প্রত্যায় অংশগ্রহণ কারীদের। শুধু তাই নয় সুস্থ দেহ সুন্দর মন গঠনে গুরুত্ব তুলে ধরেন আয়োজক ও অংশ গ্রহনকারীরা। 

বলেন,তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ। এই উৎসবের মাধ্যমে তাদেরকে সুস্থ থাকতে উৎসাহিত করা হচ্ছে এবং একই সাথে সমাজে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। 

তারুণ্য দ্বীপ্ত বাংলাদেশে সুস্থ সমাজ গঠনে মূল উদ্দেশ্য। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুনরা ভূমিকা রাখবে প্রত্যাশা আয়োজকদের। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যলয়ের সহকারী কমিশনার মোহাম্মদ জিয়াউল হক,জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম সহ জেলার ক্রীড়া সংস্থার সম্পৃক্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিনি ম্যারাথনে বিজয়ী ২০ জনকে সম্মাননা স্বারক ও ব্যাচ প্রদান করা হয়। 

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করতে জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫