|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি


সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজার জেলা প্রশাসন সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য অনুমতি দিয়েছে। তবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এখনও স্থান নির্ধারণ না করায় কবে ও কোথা থেকে জাহাজ ছাড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
 

সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। তিনি জানান, কেবল কেয়ারী সিন্দাবাদ নামে একটি পর্যটকবাহী জাহাজ তাদের কাছে অনুমতির জন্য আবেদন করেছিল এবং সেটিকে অনুমতি দেওয়া হয়েছে। তবে জাহাজটি কখন সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হবে, তা চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
 

এ বিষয়ে মন্ত্রণালয়ের কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, ২৭ নভেম্বর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন স্থান থেকে জাহাজ ছাড়বে।
 

এছাড়া, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে নাফনদী এখন অনিরাপদ হয়ে উঠেছে। এর ফলে ইনানী অথবা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫