|
প্রিন্টের সময়কালঃ ২৯ আগu ২০২৫ ০১:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০২:১৯ অপরাহ্ণ

মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা


মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা


মো: কাউছার সরকার (বিশেষ প্রতিনিধি):-


 

কুমিল্লার মুরাদনগরে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে আবুল হাসেম ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 


 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ শাস্তি দেওয়া হয়।
 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি মেয়াদবিহীন খাদ্য বিক্রি, পোড়া তেল ব্যবহারসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
 

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার মো. জুয়েল মিয়া, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ও নমুনা সংগ্রহকারী মো. সাকিব।
 

এ সময় অভিযানে সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি বিশেষ দল।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫