স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর নির্দেশ: থানায় দ্রুত মামলা গ্রহণ করতে হবে

ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল থানাকে দ্রুত মামলা, জিডি এবং এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছে। গত বুধবার (২১ আগস্ট), মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশ দেয়া হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে জানা যায় যে, অনেক থানায় অভিযোগ দায়েরে বিলম্ব হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে অস্বীকৃতিও দেখা যাচ্ছে। এই অবস্থা আর সহ্য করা যাবে না। সকল থানাকে নির্দেশ দেয়া হয়েছে, যে কোনো অভিযোগ দ্রুত গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই পরিস্থিতিতে পুলিশকে তার দায়িত্ব পালন করে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। পরিপত্রে আরও বলা হয়েছে, পুলিশকে তার মর্যাদা পুনরুদ্ধারে কাজ করতে হবে এবং জনগণের অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই নির্দেশনা পুলিশ অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, সকল মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সকল পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫