কুড়িগ্রামে তিস্তার ভাঙন রোধে নদীতীরে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হচ্ছে শত-শত পরিবার। নদী ভাঙন রোধে সমাধান চেয়ে মানববন্ধনে দাড়িয়েছে সাদুয়া দামারহাটের এলাকাবাসী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টা ৩০ মিনিটে এই মানববন্ধনে অংশগ্রহণ করে ওই এলাকার প্রায় ৫০০ জন মানুষ।
এ সময় ভুক্তভোগীরা বলেন, গেল কয়েক বছর ধরে তিস্তার তীব্র ভাঙ্গনে আমাদের বাড়ি, ঘর, দুয়ার,ফসলি জমি, স্কুল, মসজিদ সবকিছু বিলীন হয়ে গেছে। আমরা ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে জীবন যাপন করছি।
এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন এবং কর্তৃপক্ষ যেন অতি দ্রুত আমাদের ঘরবাড়ি রক্ষা করতে তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।
আব্দুর রহমান বলেন, 'আমার ১২ বিঘা জমি ছিল, বাড়ি ছিল, বাগান ছিল, সব তিস্তার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখন আমি ফকির হয়ে গেছি। আমার শেষ সম্বল কয়েক কাঠা জমি আছে, যেখানে বসতবাড়ি করে আছি। তবে আমার সেই সম্বল টুকুও ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।'
মোমেনা বেগম বলেন, 'আমরা কোন ত্রাণ চাই না, আমরা কোন পুনর্বাসন চাই না। আমরা চাই, এখানে একটা যেন বাঁধ হয়। এই বাঁধ দিলে আমরা ততেই খুশি। পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র এখানে ভাঙ্গন রোধে দায়সারা কিছু জিও ব্যাগ ফেলে। এতে ভাঙ্গন রোধ হয়না, বরঞ্চ ভাঙন আরোও বাড়ে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন, 'ভাঙ্গন কবলিত এলাকায় জন্য জিও ব্যাগ ফেলানোর টেন্ডার প্রক্রিয়া চলছে। এক সপ্তাহের মধ্যে সেখানে জিও ব্যাগ ফেলানো হবে।'
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫