বাউয়েটে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:-
নাটোরের কাদিরা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে “সাইবার সিকিউরিটি ক্যারিয়ার” শীর্ষক কর্মশালা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। তিনি বলেন, “শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জনে এই ধরনের কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, সাইবার হামলা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন সময়ের দাবি।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাউয়েটের সাবেক শিক্ষার্থী ও বাইট ক্যাপসুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সিকিউরিটি অ্যানালিস্ট সাকিব হক জিসান। সমাপনী পর্বে উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান তাকে ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন (অব.), বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মো. গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা তাসনিম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক অনন্যা সরকার। কর্মশালা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫