|
প্রিন্টের সময়কালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ জানুয়ারি ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করলেন রেঞ্জ ডিআইজি 


ময়মনসিংহে অত্যাধুনিক রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার উদ্বোধন করলেন রেঞ্জ ডিআইজি 


ঢাকা প্রেস

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


রেঞ্জ ডিআইজির কার্যালয়, ময়মনসিংহে স্থাপিত অত্যাধুনিক  'রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার'-এর শুভ উদ্বোধন করেন অত্র রেঞ্জের সুযোগ্য ডিআইজি ড. মো: আশরাফুর রহমান । ১৬ জানুয়ারি বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

 

পরবর্তীতে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় ডিআইজি মহোদয় রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারে স্থাপিত অপস মনিটরিং ইউনিট, মিডিয়া সেন্টার, আইসিটি ইউনিট এবং রেঞ্জ কন্ট্রোলের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় ডিআইজি  বলেন অত্র রেঞ্জের ৩৬ টি থানার কার্যক্রম সিসি ক্যামেরা ও বিভিন্ন সফটওয়্যার এর মাধ্যমে রেঞ্জ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার হতে মনিটর করা হবে। ফলে জনগণের কাঙ্ক্ষিত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে থানাগুলোর কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিআইজি।

 

এ সময়ে আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার (অপারেশনস্),  মোঃ জহিরুল ইসলাম বিপিএম [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার, (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস),  মেসবাহ উদ্দিন ; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি)  এস. এম. আসিফ আল হাসান সহ রেঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫