খুলনা জেলা ইজতেমা শুরু ৫ ডিসেম্বর

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-
খুলনায় আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের জেলা ইজতেমা। তাবলিগ জামাতের আয়োজনে ময়ূরী আবাসিক এলাকায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে, যা চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
ইজতেমা উপলক্ষে ময়দানে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। জানা গেছে, ৫, ৬ ও ৭ ডিসেম্বর তিন দিনব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা অনুযায়ী, ৫ ডিসেম্বর ফজরের পর ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৭ ডিসেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।
জেলা ইজতেমা ময়দানের জিম্মাদার মো. আতিকুর রহমান জানান, খুলনা শহরসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেবেন। তিনি আরও বলেন, ইজতেমা সফলভাবে আয়োজনের জন্য প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে।
এদিকে, টঙ্গীর তুরাগ তীরে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার তারিখও নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপের ইজতেমা হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫