শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে পুরস্কার বিতরণে খেলাধূলা মাদকমুক্ত ও তরুনদের ভ্রাতিত্ব বন্ধন সৃষ্টি করে,,,,,,আসলাম চৌধুরী।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি:-
মানুষের ২ টা সম্পদের ভাগ কেউ নিতে পারে না। একটা হলো স্বাস্থ্যে আরেকটা হলো শিক্ষার। কারণ শিক্ষা আপনি যতই অর্জন করবেন তা আপনার জীবনের মহামূল্যবান সম্পদ যাহা কেউ কোন ভাবে আত্মসাৎ করেত পারবে না আর আপনার স্বাস্থ্য যতই সুস্থ্য থাকবে ততই আপনার জন্য মঙ্গল। তাও কেউ নিতে পারবে না বা ভাগ হয় না। খেলাধুলার মধ্যে এই দুটি সম্পদ রয়েছে তা দিয়ে আমাদের তরুণ,যুবকরা বিশ্বের মাঝে প্রতিযোগিতা করে এই বাংলাদেশ তুলে ধরছেন।খেলাধূলা তরুনদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি হরে। আমাদের সন্তানদের আরো বেশি খেলাধুলার মাধ্যমে মাদক মুক্ত ও খারাপ অভ্যাস থেকে বিরত রাখার আহবান জানান প্রধান অতিথি আসলাম চৌধুরী।
আজ ১২ এপ্রিল শনিবার চট্টগ্রাম পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হকের সভাপতিত্বে ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম।
প্রধান বক্তা আবুল হাশেম বক্কর বলেন,শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত পটিয়ায় এই ফুটবল টুর্নামেন্ট তরুণ প্রজন্মকে মাদকমুক্ত স্বদেশ গঠনে উজ্জীবিত করবে। খেলাধুলা একটি জাতিকে বিশ্ব পরিমণ্ডলে নেতৃত্ব দানে যোগ্য করে তুলে।
উদ্বোধক এনামুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতার পাশাপাশি পারিবারিক ভাবে খেলাধুলাতে সবাইকে উৎসাহিত করার কারণে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জণ করেছে তারই ধারবাহিকতায় দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের সংস্কৃতি ও খেলাধুলায় তরুণ ও যুবকদের উৎসাহিত করছেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহবায়ক মঞ্জুর আলম মঞ্জু,চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর,উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম,পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের,জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির আনসার,মেজবাহ উদ্দিন চৌধূরী জাহেদ,উপজেলা বিএনপির যূগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটন,যূগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সফিক,সাইফুদ্দিন আহেমদ,হাজী কামাল উদ্দিন,হারুনুর উর রশিদ চৌধুরী,মোজাম্মেল হক,কমিশনার আবুল ফয়েজ,পৌর বিএনপির যূগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম,হাজী আবুল কাশেম,আব্দুল মাবুদ,ইসমাইল হোসেন,দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহজাহান চৌধুরী,দক্ষিণ জেলা কৃষকদলের সদস্য সচিব মীর জাকের আহমেদ,পঠিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামাল উদ্দিন,যুবদল নেতা হামিদুর রহমান পেয়ারু, মহানগর যুবদল নেতা মোঃ সেলিম, ইদ্রিছ আলম,আমিনুল্লাহ,নুর হোসেন নুরু,মোঃ হাসান প্রমূখ
বিকাল ৪ টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্ধিতা করেন চট্টগ্রাম ব্রাদাস ইউনিয়ন বনাল লোহাগড়া একাদ্বশ। চট্টগ্রাম শহর থেকে আগত নাছির উদ্দিন এর খেলা পরিচালনায় ব্রাদাস ইউনিয়ন ১ গোলে বিজয়ী হন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫