বাংলাদেশের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা, আছে বিশেষ চমক

অবশষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষিত হলো। ইনজুরি শঙ্কা থাকলেও স্কোউয়াডে আছেন তাসকিন আহমেদ। অফফর্ম সঙ্গী করেই বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন লিটন দাসও। জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব।
বিশেষ চমক হিসেবে বিশ্বকাপে শান্তর ডেপুটি হিসেবে থাকছেন তাসকিন। এতদিন দলের সহঅধিনায়কের জায়গাটা ফাঁকাই ছিল। বিশ্বকাপে ডেপুটি হিসেবে শান্তর পাশে থাকবেন তাসকিনই। তবে যুক্তরাষ্ট্র সিরিজে তার খেলা হচ্ছে না।
১৫ সদস্যের দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটার আফিফ হোসেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছিল অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। উইকেট শিকার করলেও পুরো সিরিজে অত্যন্ত ব্যয়বহুল ছিলেন তিনি। টিম ম্যানেজমেন্টের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার।
স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক),তাসকিন আহমেদ (সহ অঢিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম এবং তানজিম হাসান সাকিব।
ট্রাভেলিং রিজার্ভ: হাসান মাহমুদ এবং আফিফ হোসেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫