|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৩ ১১:৪২ পূর্বাহ্ণ

কারণ ছাড়া স্কুলে অনুপস্থিত সন্তান, জেল হতে পারে সৌদি মা–বাবার


কারণ ছাড়া স্কুলে অনুপস্থিত সন্তান, জেল হতে পারে সৌদি মা–বাবার


সন্তান স্কুল পালালে  অভিভাবকের জেলের মতো সাজা হবে। এমন ঘোষণা দিয়েছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। কোনো কারণ ছাড়া ২০ দিন স্কুলে শিক্ষার্থী অনুপস্থিত থাকলে কারাগারে যেতে হতে পারে তাঁর অভিভাবককে।

 

কিছু শিক্ষার্থী কোনো কারণ ছাড়াই দিনের পর দিন স্কুলে অনুপস্থিত থাকে। এ ক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের কারাগারে পাঠানো হবে। সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মক্কা নিউজের বরাত দিয়ে গালফ নিউজের খবরে এ কথা বলা হয়েছে।

কোনো শিক্ষার্থী ৩ দিন অনুপস্থিত থাকলে প্রাথমিক সতর্কতা জারি হবে। তাকে কাউন্সিলরের কাছে পাঠানো হবে। ৫ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি হবে। অভিভাবককে এ ব্যাপারে অবহিত করা হবে।

খবরে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী ২০ দিন স্কুলে অনুপস্থিত থাকে, তাহলে সে বিষয়ে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবেন। পরে বিষয়টি নিয়ে তদন্ত ও করবে এ অফিস।

এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে পাবলিক প্রসিকিউশন অফিস ফৌজদারি আদালতে মামলা করতে পারবে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কারাগারে পাঠানোর নির্দেশ দিতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হবে। তাকে একজন কাউন্সিলরের কাছে পাঠানো হবে। পাঁচ দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি করা হবে এবং অভিভাবককে এ ব্যাপারে অবহিত করা হবে।

অনুপস্থিতি ১০ দিনে গড়ালে তৃতীয় দফা সতর্কতা জারি করা হবে। আর অভিভাবককে শিক্ষাপ্রতিষ্ঠানে তলব করা হবে। স্কুলে উপস্থিতির পর তাদের একটি অঙ্গীকারপত্রে সই করতে হবে। ১৫ দিন অনুপস্থিত থাকলে শিক্ষা বিভাগের মাধ্যমে ওই শিক্ষার্থীকে অন্য স্কুলে স্থানান্তর করা হবে। আর অনুপস্থিতি ২০ দিন ছাড়িয়ে গেলে এ ব্যাপারে শিক্ষা বিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সে ক্ষেত্রে অভিভাবকদের হাজতবাসও হতে পারে। মূলত শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে অবহেলার কারণে তাদের এ শাস্তি ভোগ করতে হতে পারে।

৬০ লাখের বেশি শিক্ষার্থী দুই মাসের বেশি দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে এ সপ্তাহে স্কুলে ফিরবে। সৌদি আরবের স্কুলে বছরে তিন সেমিস্টার। বছরে ৩৮ সপ্তাহ শিক্ষার্থীরা ক্লাস করে। বিভিন্ন ছুটি থাকে ৬০ দিন।

 

আর গ্রীষ্মকালীন ছুটি থাকে ৬৮ দিন। ১৬ নভেম্বর পর্যন্ত প্রথম সেমিস্টারের ক্লাস চলে। প্রথম সেমিস্টার শেষে ২য় সেমিস্টার শুরু হয় ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে ১০ দিনের ছুটি থাকে। তৃতীয় শেষ সেমিস্টার শুরু হয় ৩ মার্চ। শেষ হয় ১০ জুন। 

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫