|
প্রিন্টের সময়কালঃ ২২ অক্টোবর ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ অক্টোবর ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার


ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির নেতৃত্বে আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ শহরের শম্ভুগঞ্জ কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
 

অভিযানে ১৫ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুটি সিএনজি-চালিত অটোরিকশা আটক করা হয়। এসময় গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়—
১. মোঃ মেরাজ মিয়া (২৭), পিতা: মৃত ফুল মিয়া, মাতা: মোছাঃ আয়েশা বেগম, ঠিকানা: পঞ্চবটি, ওয়ার্ড নং ০৩, ভৈরব পৌরসভা, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ।
২. মোঃ আসাদ মিয়া (২৮), পিতা: মৃত আনোয়ার আলী, মাতা: জায়েরা বেগম, ঠিকানা: উত্তর মুমুরদিয়া, ওয়ার্ড নং ০১, ইউনিয়ন: ০৯ নং মুমুরদিয়া, থানা: কটিয়াদি, জেলা: কিশোরগঞ্জ।

 

অভিযান শেষে পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫