কাতারে ব্যস্ত ও গর্বময় দিন কাটালেন বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা

অনলাইন ডেস্ক:-
কাতারের রাজধানী দোহায় আয়োজিত ‘আর্থনা সামিট’-এ অংশগ্রহণ করতে গিয়ে ব্যস্ত ও স্মরণীয় এক দিন কাটিয়েছেন বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ। তারা প্রধান উপদেষ্টা হিসেবে সামিটে অংশগ্রহণকারী নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেই অবস্থান করছেন।
চার ক্রীড়াবিদ হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং জাতীয় দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। তাঁরা দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের সঙ্গে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস অতিথিদের সঙ্গে ক্রীড়াবিদদের পরিচয় করিয়ে দেন। এসময় তিনি তাদের ক্রীড়াক্ষেত্রে অর্জন এবং বাংলাদেশে নারী ক্রীড়ার অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারাও উষ্ণ অভ্যর্থনা জানান চার খেলোয়াড়কে এবং সম্মেলন চলাকালীন তাঁদের সাক্ষাৎকার গ্রহণ করেন।
পরে এই চার নারী ক্রীড়াবিদ কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামিটের আয়োজক শেখা হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তাঁদের সঙ্গে ছিলেন অধ্যাপক ইউনূসও। শেখা হিন্দ, যিনি নিজেও একজন প্রাক্তন ক্রীড়াবিদ ও কাতারের আমিরের বোন, ক্রীড়াবিদদের অভিজ্ঞতা শুনে বাংলাদেশি নারী খেলোয়াড়দের জন্য একটি বিশেষ ডরমিটরি, জিমনেসিয়াম এবং প্রশিক্ষণ সুবিধা গড়ার আগ্রহ প্রকাশ করেন।
ফুটবলার আফিদা খন্দকার এই অভিজ্ঞতা নিয়ে বলেন, “আজ আমরা কাতারি রাজকুমারীর সঙ্গে আমাদের জীবনের গল্প ভাগ করেছি—এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা। এখানে নিয়ে আসার জন্য আমরা অধ্যাপক ইউনূসের প্রতি কৃতজ্ঞ।”
অধ্যাপক ইউনূস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গেও খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন।
উল্লেখযোগ্য যে, এই প্রথমবারের মতো বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদ কাতারে কোনো আন্তর্জাতিক সম্মেলনে অধ্যাপক ইউনূসের সঙ্গে অংশ নিচ্ছেন। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে তাঁরা এই সফরে অংশ নিয়েছেন। বর্তমানে অধ্যাপক ইউনূস চার দিনের সফরে কাতারে অবস্থান করছেন।
সূত্র: বাসস
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫