হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি: আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হোক

ঢাকা প্রেস নিউজ
চট্টগ্রামে ইসকনের নেতাকর্মীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার (২৭ নভেম্বর) পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশ দেন আদালত। এর পরেই তার ভক্ত ও অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ শুরু হয়। এসময় চট্টগ্রাম জেলা জজ আদালতের কাছাকাছি রঙ্গম সিনেমা হল এলাকায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের হামলায় নবীন আইনজীবী সাইফুল ইসলাম নির্মমভাবে নিহত হন। ঐক্য পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, “এমন ন্যাক্কারজনক ঘটনার পর কোনো নিরপরাধ ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।” পাশাপাশি, পরিষদ নিহত আইনজীবীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।
পরিষদের বিবৃতিতে আরও বলা হয়, ২৫ নভেম্বর প্রভু চিন্ময়কে ঢাকা বিমানবন্দরে আটকের প্রতিবাদে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রমেন রায় গুরুতর আহত হন। ঐক্য পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আবেদন জানায়।
পরিষদ তার বিবৃতিতে আরও উল্লেখ করে যে, বর্তমানে দেশে কিছু অসামাজিক শক্তি সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে সরকার, প্রশাসন এবং দেশের সকল ধর্মপ্রাণ নাগরিকদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫