কুড়িগ্রামে বিজিবি কর্তৃক ৩৩২ বোতল মদ ও ১৯০ পিস ইয়াবা উদ্ধার

ঢাকা প্রেস
মোঃ হারুনুর রশিদ শাকিল, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩৩২ বোতল মদ ও ১৯০ পিস ইয়াবা জব্দ করেছে জামালপুর-৩৫ বিজিবি।
সোমবার (১৬ ডিসেম্বর) সদর ইউনিয়নের নওদাপাড়া ও ইজলামারী সীমান্তের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালায় বিজিবি।
এসময় রৌমারী ও ইজলামারী ক্যাম্পের বিজিবি সদস্যরা প্রায় ৬ লাখ ১৮ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেন।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাসানুর রহমান বলেন, সীমান্তে সকল ধরনের চোরাচালান পাচার রোধে এবং সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি। চোরাকারবারিদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫