“ভেবেছিলাম সবাই আমার, পরে দেখলাম কেউই আমার নেই”: পপি

বিনোদন প্রতিবেদক:-
দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন নন্দিত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। ব্যক্তিগত কারণে মিডিয়ার সামনে কম দেখা যাওয়া এই অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত হলেও কোনও অনুষ্ঠান বা প্রচারমূলক ইভেন্টে দেখা যেত না তাঁকে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বামী ও সন্তানসহ প্রকাশ্যে আসেন তিনি।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে থানায় জিডি দায়ের হওয়ায়ই প্রকাশ্যে আসে তাঁর বিবাহ এবং সন্তানের খবর। বর্তমানে সংসার এবং সন্তানকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আজ তাঁর জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে পপি বলেন, “সিনেমায় নিয়মিত কাজ করার সময় আমার জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিত, কেউ কেউ বাসায় কেক ও ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেও জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলো দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবে কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম এবং খাবারের আয়োজন করেছি।”
জীবনের উত্থান-পতন নিয়ে পপি বললেন, “পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়। তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সবকিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির মানুষ এবং স্বামী আদনানই পাশে ছিলেন। তাঁর সমর্থনে পথচলা সহজ হয়েছে।”
অভিনয়ে ফেরার বিষয়ে তিনি জানান, “‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হতে পারে, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় না করে সংসার নিয়েই ব্যস্ত আছি।”
এদিকে শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাকশন’। ২০১৯ সালে এফডিসিতে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। সাদেক সিদ্দিকী পরিচালিত এই সিনেমা ২০২১ সালে সেন্সর ছাড়পত্র পায়। সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পভিত্তিক ছবিতে পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। বিপরীতে অভিনয় করেছেন আমিন খান।
পপির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘দ্য ডিরেক্টর’ (২০১৯)। ২০২০ সালের অক্টোবরে তিনি ‘ধোঁয়া’ নামের আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে কাজ শুরু হয়নি। দীর্ঘ সময় আড়ালে থাকার পর ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভিডিওবার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে দেখা করেন পপি। তখন তিনি বলেছিলেন, “ভাগ্য থাকলে আবার ফিরব।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫