|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ জানুয়ারি ২০২৫ ০১:৪৫ অপরাহ্ণ

১১তম সাইকেল বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন  আর্কিটেকচার প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন 


১১তম সাইকেল বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন  আর্কিটেকচার প্রকল্প প্রদর্শনীর উদ্বোধন 


ঢাকা প্রেস

মোহাম্মদ তারেক,বিশেষ প্রতিনিধি:-

 

১১তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়।

 

এই প্রদর্শনী ৬ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএবি এর সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ এবং বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং ডিরেক্টর মহসিন হাবিব চৌধুরী। এছাড়াও ১১তম সাইকেলের অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আছিয়া করিম, ডেপুটি অ্যাওয়ার্ড ডিরেক্টর স্থপতি আবু মুসা ইফতেখার ও স্থপতি নাজিফা তাবাসসুম, আইএবি এর সাধারণ সম্পাদক স্থপতি মাসুদ উর রশীদ, বিচারকদের মধ্যে উপস্থিত ছিলেন স্থপতি আবু হায়দার ইমাম উদ্দিন, স্থপতি বায়েজিদ মাহবুব খন্দকার এবং স্থপতি তামান্না সাঈদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবুল কাশেম মোহাম্মদ সাদেক নেওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার এটিএম শামীম উজ জামান সহ আরও অনেক প্রখ্যাত স্থপতি ও অতিথি উপস্থিত ছিলেন।

 

এই প্রদর্শনীতে ১১তম বিএইএ পুরস্কার প্রতিযোগীতায় জমা দেয়া ৭২টি প্রকল্প প্রদর্শীত হচ্ছে, যার ৬টিপুরস্কৃত প্রকল্প বিশেষ ভাবে তুলে ধরা হয়েছে: এ হোম ফর মেমোরিজ অ্যান্ড ডে ড্রিমস - স্টুডিও গুমতি ঘর, রূপগাও -পারসিভ + এ এস পি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ইউনিট -১৭ মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং - নিউফরমেশন আর্কিটেক্টস, অজো আইডিয়া স্পেস- গ্ৰুপ অফ আর্কিটেক্টস অ্যান্ড থিংকারস, গল্প গৃহ- ইন্ডাসকন আর্কিটেক্টস এবং জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক - ভিত্তি স্থপতি বৃন্দ লিমিটেড। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার প্রতিযোগিতা, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ ( আইএবি) এর যৌথ উদ্যোগে আয়োজিত,যা আর্কিটেকচারের ক্ষেত্রে অসাধারণ অবদানকে স্বীকৃতি প্রদান এবং উজ্জ্বল স্থাপত্য কর্মকে সম্মানিত করার উদ্দেশ্যে পরিচালিত।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫