রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টার দৃষ্টিকোণ

ঢাকা প্রেস নিউজ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের বহু সমস্যার মধ্যে রোহিঙ্গা ইস্যু অন্যতম একটি জটিল সমস্যা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ এই সংকট নিরসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করে আসছে। এবার পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সহায়তায় এ সংকটের সমাধান প্রক্রিয়া শুরু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে বৈঠকের পর ড. ইউনূস এই কথা জানান।
ড. ইউনূস আরও বলেন, পূর্ব তিমুর শীঘ্রই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের সদস্য হতে যাচ্ছে। রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সফরের আগে, ঢাকায় চারদিনের রাষ্ট্রীয় সফরে আগত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান ড. ইউনূস।
সফরকালে প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।
১৭ ডিসেম্বর, প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএস) অডিটোরিয়ামে "আধুনিক বিশ্বের শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ" শীর্ষক বক্তৃতা দেবেন। পরে তিনি বাংলাদেশি শিক্ষার্থী ও তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বিকেলে তিনি তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রাম, নেতৃত্ব এবং স্বাধীনতার পরবর্তী সময়ের অভিজ্ঞতা তুলে ধরবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫