বাংলাদেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও স্বল্পোন্নত

মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় বাংলাদেশের রপ্তানি আয় খুবই কম। এমনকি প্রতিযোগী অনেক দেশের রপ্তানি-জিডিপি অনুপাতের চেয়েও বাংলাদেশ পিছিয়ে আছে। এ দেশের অর্থনীতির সামনে বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও স্বল্পোন্নত
দেশ (এলডিসি) থেকে উত্তরণ। বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান (কান্ট্রি ডিরেক্টর) আবদুলায়ে সেক গতকাল সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) বা মেট্রো চেম্বারের মধ্যাহ্নভোজ সভায় এসব কথা বলেন। মেট্রো চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের ব্যবসার পরিবেশের উন্নতির পাশাপাশি সরকারি-বেসরকারি খাত ও বহুজাতিক সংস্থার মধ্যে ধারাবাহিকভাবে সংলাপ বা ডায়ালগ দরকার। রাজধানী ঢাকার গুলশানে মেট্রো চেম্বার কার্যালয়ে গতকাল ত্রৈমাসিক এ ভোজসভার আয়োজন করা হয়। সভায় স্বাগত বক্তব্য দেন মেট্রো চেম্বারের সভাপতি সায়ফুল ইসলাম। সাধারণত এ ধরনের ভোজসভায় একজন আমন্ত্রিত অতিথি মূল বক্তা থাকেন। গতকালের সভায় মূল বক্তা ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান। সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রো চেম্বারের সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, গত ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদনের আকার ছিল প্রায় ৪৪ লাখ কোটি টাকা। আর ওই বছর রপ্তানির পরিমাণ ছিল ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা (রপ্তানি উন্নয়ন ব্যুরোর ডলারের গড় বিনিময়মূল্য ৯৯ দশমিক ৮৪৫ পয়সা ধরে)। সেই হিসাবে দেশের রপ্তানি আয়ের পরিমাণ জিডিপির প্রায় ১৩ শতাংশ। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই একক খাতনির্ভর। গত অর্থবছর শেষে মোট রপ্তানি আয়ের প্রায় সাড়ে ৮৪ শতাংশই ছিল তৈরি পোশাক খাতের। এ কারণে রপ্তানি পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনার প্রতি জোর দেন বিশ্বব্যাংক–প্রধান। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ দেশের অর্থনীতিতে বদলেরও সম্ভাবনা তৈরি করবে।
স্বাগত বক্তব্যে এমসিসিআই সভাপতি সায়ফুল ইসলাম বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার। সবচেয়ে পুরোনো চেম্বার হিসেবে এমসিসিআই এ দেশের ব্যবসা-বাণিজ্যে শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫